লাইব্রেরির পরিষেবাসমূহ লাইব্রেরির পরিষেবাসমূহ

ভারতীয় হাই কমিশন লাইব্রেরি, ঢাকা

ভারতীয় হাই কমিশন লাইব্রেরি, ঢাকা ৫০ বছরেরও বেশি সময় ধরে ঢাকার সাধারণ জনগণকে সেবা প্রদান করে আসছে। এই লাইব্রেরির সংগ্রহে ভারতীয় ইতিহাস, অর্থনীতি, রাজনীতি, সাহিত্য, শিল্প ও সংস্কৃতি, সমাজ, আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদির মতো বিভিন্ন বিষয়ে ২৫,০০০ টিরও বেশি বই রয়েছে। লাইব্রেরিতে হিন্দি ও বাংলা ভাষার বইয়ের ভালো সম্ভার রয়েছে। এই লাইব্রেরিতে এনসাইক্লোপিডিয়া, অভিধান, হ্যান্ডবুক ইয়ারবুকের মতো রেফারেন্স বইও বিদ্যমান। ইংরেজি ও বাংলায় জনপ্রিয় ভারতীয় ও বাংলাদেশি সংবাদপত্র এবং ম্যাগাজিনও রেফারেন্স হিসেবে এবং পড়ার জন্য রাখা হয়।

ভারতীয় হাই কমিশন লাইব্রেরি, ঢাকা ভারতের একটি রেফারেন্স লাইব্রেরি হিসেবে কাজ করে। ব্যক্তিগতভাবে বা ফোন ও ই-মেইলে প্রাপ্ত রেফারেন্স প্রশ্নের উত্তর অগ্রাধিকার ভিত্তিতে প্রদান করা হয়।

আগ্রহী ব্যবহারকারীরা এই ই-মেইল আইডিতে যোগাযোগ করতে পারেন: lib.dhaka@mea.gov.in

 

ভারতীয় হাই কমিশন, ঢাকা কর্তৃক প্রকাশিত ভারত বিচিত্রা (মাসিক) প্রতি মাসে লাইব্রেরির সদস্য ও দর্শনার্থীদের কাছে বিতরণ করা হয়।