Advisory/Information for ICCR applicants সংবাদ বিজ্ঞপ্তি

আইসিসিআর আবেদনকারীদের জন্য উপদেশাবলি / তথ্য

ভারতীয় হাই কমিশন
ঢাকা

'সংবাদ বিজ্ঞপ্তি

আইসিসিআর আবেদনকারীদের জন্য উপদেশাবলি / তথ্য

ক) ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) প্রতি বছর বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপ কর্মসূচির আয়োজন করে, যার সম্পূর্ণ প্রক্রিয়াটি শুধুমাত্র ভারতীয় হাই কমিশন, ঢাকা এবং রাজশাহী, সিলেট, খুলনা ও চট্টগ্রামের ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়সমূহ কর্তৃক পরিচালিত হয়। ভারত সরকার বাংলাদেশে আইসিসিআর আবেদন প্রক্রিয়াকরণ এবং/অথবা নির্বাচনের জন্য কোনো এজেন্ট নিয়োগ করেনি।

খ) এটি পরিলক্ষিত হয়েছে যে, ‘জিইই বাংলাদেশ’ নামে একটি সংস্থা তার ঢাকা, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও রাজশাহীতে অবস্থিত কার্যালয় থেকে আইসিসিআর আবেদনকারীদের জন্য এজেন্ট হিসাবে কাজ করছে এবং প্রত্যেক আইসিসিআর প্রার্থীর কাছ থেকে নগদ অর্থ সংগ্রহ করছে।

গ) সম্পূর্ণরূপে বেআইনি এই ধরনের কর্মকাণ্ডের নিন্দা করার পাশাপাশি এটা জোর দিয়ে স্পষ্ট করা হচ্ছে যে, ভারত সরকার ও বাংলাদেশে তার কার্যালয়সমূহ: ভারতীয় হাই কমিশন, ঢাকা এবং রাজশাহী, সিলেট, খুলনা ও চট্টগ্রামের ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়সমূহ, ওপরে উল্লিখিত বা নিজেদেরকে এজেন্ট বলে দাবি করে এই ধরণের কোনো সংস্থার সঙ্গে কোনো ধরণের সম্পর্ক রাখে না।

ঘ) আইসিসিআর আবেদনকারীদের সতর্ক করা হচ্ছে যে, এই ধরণের সংস্থাসমূহের সঙ্গে কোনো ধরণের সংশ্লেষের ফলে শুধুমাত্র তাঁদের আইসিসিআর আবেদন/ভর্তি/বৃত্তি-ই বাতিল করা হবে না, ভবিষ্যতে যেকোনো ধরণের ভারত সফরের জন্য তাঁদের নাম কালোতালিকাভুক্ত করা হবে।

ঢাকা

মার্চ ২০, ২০২৩