New Liberation War Gallery Inaugurated at the Indian Cultural Centre in Dhaka সংবাদ বিজ্ঞপ্তি

ঢাকায় ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে নতুন মুক্তিযুদ্ধ গ্যালারি উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি

 ঢাকায় ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে নতুন মুক্তিযুদ্ধ গ্যালারি উদ্বোধন

হাই কমিশনার প্রণয় ভার্মা ও বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ৩০ মে ২০২৩-এ ঢাকার ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে একটি নতুন মুক্তিযুদ্ধ গ্যালারি উদ্বোধন করেন।

গ্যালারিটি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের বীরগাথা গল্প, ছবি ও নথি প্রদর্শনের মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে স্থায়ী বন্ধুত্বের সাক্ষ্য বহন করবে। এটি দর্শণার্থীদেরকে এই দুই দেশের ইতিহাসের অভ্যন্তরে একটি অনুপ্রেরণামূলক সফরের সুযোগ করে দেবে এবং বাংলাদেশের জনগণের বীরত্ব, প্রাণোচ্ছলতা ও অদম্য চেতনার প্রতীক হিসেবে কাজ করবে।

হাই কমিশনার প্রণয় ভার্মা নতুন গ্যালারির উদ্বোধনকালে তাঁর বক্তব্যে, বাংলাদেশ ও ভারত উভয়ের জন্যই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তাত্পর্যের ওপর জোর দেন এবং বন্ধুত্ব ও সংহতির অটুট চেতনার ওপর গুরুত্বারোপ করেন যা বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতের সমর্থনকে নির্দেশ করে। তিনি বলেন, গ্যালারিটি ১৯৭১ সালের চেতনাকে রক্ষা ও উদ্‌যাপন করতে ভারত ও বাংলাদেশের যৌথ অঙ্গীকারকে তুলে ধরবে যা আমাদের সম্পর্ককে দিকনির্দেশনা প্রদান অব্যাহত রেখেছে। হাই কমিশনার ভার্মা আশা প্রকাশ করেন যে, গ্যালারিটি ভারত-বাংলাদেশ বন্ধুত্বের একটি স্মৃতিচিহ্ন হিসেবে কাজ করবে যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মসমূহ দেখতে আসবে এবং অনুপ্রেরণা পেতে থাকবে।

গ্যালারিটির সূক্ষ্মভাবে কিউরেট করা বিপুল সংখ্যক প্রদর্শনীসামগ্রীসমূহ বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াইকারীদের সাহসিকতা, সংকল্প ও আত্মত্যাগকে তুলে ধরে। এটি নিপীড়ন ও অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ করা সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং জীবন উৎসর্গকারী অজ্ঞাতনামা লাখো মানুষের স্মৃতিকে সম্মান জানায়।

এই অনুষ্ঠানটিতে বাংলাদেশের সাংস্কৃতিক ও একাডেমিক ক্ষেত্রের প্রতিনিধিসহ বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা, ইতিহাসবিদ ও বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

#IndiaBangladesh

ঢাকা

৩০ মে ২০২৩