Photo Gallery ফটো গ্যালারি

ভারত-বাংলাদেশ সরকারের লাইন অব ক্রেডিট (এলওসি)-র অধীনে থাকা প্রকল্পসমূহ পর্যালোচনা করার জন্য হাই-লেভেল প্রজেক্ট মনিটরিং কমিটির ৩য় সভা

ইহা ১৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে অনুষ্ঠিত হয়।

এই বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন মাননীয় হাই কমিশনার প্রণয় ভার্মা, ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সচিব (ইআরএন্ডডিপিএ) জনাব প্রভাত কুমার ও বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান। এই বৈঠকে সংশ্লিষ্ট সকল গুরুত্বপূর্ণ অংশীদার, মন্ত্রণালয় ও সংস্থা উপস্থিত ছিলেন।

সভা চলাকালে হাই কমিশনার প্রণয় ভার্মা তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে উন্নয়ন অংশীদারিত্ব আমাদের দুই দেশ ও জাতির সমৃদ্ধি ও মঙ্গল যে আন্তঃসম্পর্কিত, সেই বিশ্বাসের ওপর ভিত্তি করে নির্মিত। তিনি আরও বলেন, এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আমাদের যৌথ ত্যাগের মধ্য দিয়ে জন্ম নেয়া সুগভীর বন্ধুত্বের অন্যতম উজ্জ্বল বহিঃপ্রকাশ।

এই সভায় উভয় পক্ষই প্রকল্পের প্রস্তুতি ও উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) ত্বরান্বিত করার প্রয়োজনীয়তা, চূড়ান্ত চুক্তির ত্বরান্বিতকরণ, চলমান প্রকল্পগুলোর সমস্যাসমূহ সঠিকভাবে সমাধান করাসহ বাস্তবায়নের বিভিন্ন বিষয়গুলোর সার্বিক দিক নিয়ে আলোচনা করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে ভারত-বাংলাদেশ উন্নয়ন অংশীদারিত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। লাইন অব ক্রেডিট প্রোগ্রামের অধীনে বাংলাদেশ হলো ভারতের বৃহত্তম উন্নয়ন সহযোগী এবং এলওসি-র অধীনে মোট প্রতিশ্রুতি প্রায় ৮ বিলিয়ন মার্কিন ডলার। ভারত সরকারের এলওসি ফ্রেমওয়ার্কের অধীনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, এখন পর্যন্ত ২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি চুক্তি করা হয়েছে এবং ১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ প্রদানের মাইলফলক অর্জিত হয়েছে। অর্থ প্রদানের গতি প্রায় দ্বিগুণ হয়েছে, যার ফলে ভারত বাংলাদেশের দ্রুততম একটি অর্থ প্রদানকারী অংশীদারে পরিণত হয়েছে।