আইটেক দিবস ২০১৯ সর্বশেষ সংবাদ

আইটেক দিবস ২০১৯

ভারতীয়হাইকমিশন

ঢাকা

সংবাদ বিজ্ঞপ্তি

আইটেক দিবস ২০১৯

ভারতীয় হাই কমিশন, ঢাকা ৫৫তম আইটেক দিবস (কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা)উদযাপন উপলক্ষ্যে ১৯ সেপ্টেম্বর ২০১৯ হাই কমিশনে একটি অনুষ্ঠানের আয়োজন করে।

২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হাই কমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশ তাঁর বক্তব্যে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রনালয় এবং বিভাগের কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে এ ধরনের কর্মসূচির প্রতি গুরুত্ব আরোপ করেন। এই ধরনের কর্মসূচি দু'দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারিত করবে।

৩. ১৯৬৪ সালে ভারতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা কৌশল কাঠামোর আওতায় ভারতের উন্নয়ন সহযোগিতা কর্মসূচির অংশ হিসেবে আইটেক কর্মসূচি প্রচলিত হয় যার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে ভারতের উন্নয়ন অভিজ্ঞতা এবং যথাযথ প্রযুক্তিগত সুবিধা প্রদান করা হয়। প্রতি বছর হিসাব, নিরীক্ষা, ব্যবস্থাপনা, এসএমই, গ্রামীণ উন্নয়ন, সংসদীয় বিষয়াবলীর মত বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ কোর্সের জন্য ১৬১টি সহযোগী দেশে ১০ হাজারের বেশি প্রশিক্ষণ পর্বের আয়োজন করা হয়। আইটেক সহযোগিতায় বাংলাদেশ আমাদের প্রধানতম এবং গুরুত্বপূর্ণ অংশীদার।

৪. ২০০৭ সাল থেকে আইটেক কর্মসূচির অধীনে ৪,০০০ জনের বেশি বাংলাদেশী তরুণ পেশাজীবী ভারতে এ ধরনের বিশেষায়িত স্বল্প ও মধ্যমেয়াদী কোর্স সম্পন্ন করেছে। এই প্রশিক্ষণ কর্মসূচিগুলোর মাধ্যমে আমরা বাংলাদেশের মেধাবীদের সাথে আমাদের সেরা বিষয়গুলো ভাগ করে নেয়ার সুযোগ পাই এবং আমরাও এদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়নের অভিজ্ঞতা থেকে সমানভাবে উপকৃত হই।

৫. বিশিষ্ট অতিথিবর্গের পাশাপাশি সমাজের বিভিন্ন পর্যায়ের প্রায় ৩০০ জন প্রাক্তন আইটেক শিক্ষার্থী আইটেক দিবস উদযাপনে অংশ নেন। এ উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে নৃত্য ছন্দ ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, বর্ডার গার্ড বাংলাদেশ, ঢাকার শিক্ষার্থীবৃন্দ।

ঢাকা

১৯ সেপ্টেম্বর ২০১৯

****