ভারতের মানবিক সহায়তা সর্বশেষ সংবাদ

ভারতের মানবিক সহায়তা

ভারতীয় হাই কমিশন

ঢাকা 

সংবাদ বিজ্ঞপ্তি 

ভারতের মানবিক সহায়তা 

          ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা কক্সবাজারে মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া)-কে ১.১ মিলিয়ন লিটার সুপার কেরোসিন তেল এবং ২০ হাজার কেরোসিন স্টোভ হস্তান্তর করেন। পরে মাননীয় মন্ত্রী ও হাই কমিশনার কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে বাস্তুচ্যুত মানুষদের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে নয়াদিল্লীর বিদেশ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বাংলাদেশ, মিয়ানমার) শ্রী বিক্রম দোরাইস্বামীও উপস্থিত ছিলেন। এটি মিয়ানমারের রাখাইন রাজ্যের বাস্তুচ্যুত মানুষের প্রয়োজন মেটানোর লক্ষ্যে ভারত সরকার ও ভারতীয় জনগণের পক্ষ থেকে বাংলাদেশকে দেয়া মানবিক সহায়তার তৃতীয় পর্যায়। কেরোসিন তেল ও চুলা স্থানীয়ভাবে সংগৃহীত জ্বালানি কাঠের চাহিদা কমিয়ে বাস্তুচ্যুত মানুষদের জ্বালানি চাহিদা পূরণ করবে এবং বাংলাদেশে পরিবেশসংরক্ষণে অবদান রাখবে। বাংলাদেশ সরকারের চাহিদা অনুসারে এই সহায়তা প্রদান করা হয়েছে। 

২.   স্মরণ করা যেতে পারে যে, ২0১৭ সালের সেপ্টেম্বরে "অপারেশন ইনসানিয়াৎ" এর অধীনে ভারত সরকার মানবিক সহায়তার প্রথম পর্যায়ে ৯৮১ মেট্রিক টন ত্রাণসামগ্রী প্রদান করে। এসব ত্রাণসামগ্রীর মধ্যে ছিল প্রায় ৩ লাখ বাস্তুচ্যুত মানুষের জরুরী প্রয়োজন মেটানোর জন্য চাল, ডাল, চিনি, লবণ, রান্নার তেল, চা, নুডলস, বিস্কুট, মশারী ইত্যাদি। 

৩.   ২০১৮ সালের মে মাসে, চট্টগামে ৩৭৩ মেট্রিক টন ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয় যার মধ্যে ছিল ১০৪ মেট্রিক টন গুড়ো দুধ, ১০২ মেট্রিক টন শুঁটকি, ৬১ মেট্রিক টন শিশুখাদ্য এবং বর্ষা মৌসুমে ব্যবহারের জন্য ৫০ হাজার রেইনকোট ও ৫০ হাজার জোড়া গামবুট । 

৪.   দুই দেশের মধ্যে বন্ধুত্বের ঘনিষ্ঠ বন্ধন রক্ষার্থে ভারত সবসময় বাংলাদেশের যে কোন সংকটে নির্দ্বিধায় ও তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছে। মিয়ানমারের বাস্তুহারা মানুষের মানবিক প্রয়োজন মেটানোর জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে সহায়তা করতে ভারত অঙ্গীকারবদ্ধ। 

ঢাকা

১৭ সেপ্টেম্বর ২০১৮

 

****