মল্লার উৎসব- ধ্রুপদী রাগসংগীতের মাধ্যমে বর্ষাবন্দনা সর্বশেষ সংবাদ

মল্লার উৎসব- ধ্রুপদী রাগসংগীতের মাধ্যমে বর্ষাবন্দনা

ভারতীয় হাই কমিশনের আয়োজনে ভারতীয় রাগসংগীতের অনুষ্ঠান "মল্লার উৎসব" । ভারত থেকে বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী পণ্ডিত কুশল দাস (সিতার),পণ্ডিত দেবজ্যোতি বোস (সরোদ), শ্রীমতী সাওয়ানি শিন্ডে (কন্ঠ্যসংগীত),পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জি (তবলা) এবং বাংলাদেশের বিখ্যাত রাগসংগীত শিল্পী প্রিয়াংকা গোপ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
স্থান: বাংলাদেশ শিল্পকলা একাডেমি
তারিখ: ২৬ ও ২৭ জুলাই
সময়: সন্ধ্যা সাড়ে ৬টা। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিক।