Institutional Framework প্রাতিষ্ঠানিক কাঠামো

 প্রাতিষ্ঠানিক কাঠামো

১৯৭২ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির মাধ্যমে ভারত-বাংলাদেশ বাণিজ্য পরিচালিতহয়। নিউ দিল্লীতে ২৮-২৯ মার্চ ২০১২ বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠককালে চুক্তিটি ৩ বছরেরজন্য নবায়ন করা হয়, যা ২০১২ সালের এপ্রিল থেকে কার্যকরী হয়। দুই দেশের মধ্যেদ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক পরিচালনাকারী অন্যান্য উল্লেখযোগ্য দলিলাদিসমূহহচ্ছে: 

 

  • দ্বিপক্ষীয় বিনিয়োগ সংরক্ষণ এবং উন্নয়ন চুক্তি (বিআইপিপিএ)- জুলাই ২০১১- তে অনুমোদিত দলিলাদির বিনিময় হয়।
  • দ্বৈত কর রহিতকরণ এবং রাজস্ব ফাঁকি রোধ (ডিটিএসি)
  • আন্তঃদেশীয় নৌ যোগাযোগ এবং বাণিজ্য প্রটোকল (পিআইডব্লিউটিটি)
  • ভারত বাংলাদেশের মধ্যে বিমান সেবা চুক্তি।
  • উন্নয়ন সহযোগিতা কাঠামো চুক্তি।
  • ভারতে খাদ্যপণ্য আমদানির জন্য পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি।

****