Attestation of Documents নথিপত্রের প্রত্যয়ন

নথিপত্রের প্রত্যয়ন

আবেদনকারীগণ যেকোন কর্ম দিবসের সকাল ১০.০০টা থেকে দুপুর ১২.৩০টার মধ্যে হাইকমিশনে এসে প্রত্যয়নের জন্য নথিপত্র জমা দিতে পারবেন| প্রত্যয়নকৃত নথিপত্র প্রতি কর্ম দিবসের দুপুর ৩.৩০টা থেকে বিকাল ৫.৩০টা এই সময়ের মধ্যে বিতরণ করা হবে| সরকারি ছুটির দিন হাইকমিশন বন্ধ থাকে| সাধারণত এই সেবা একই দিনে সরবরাহ করা হবে| নথিপত্রের প্রত্যয়ন পদ্ধতি নিচে উল্লেখ করা হলো:

  • ভারত থেকে ইস্যুকৃত নথিপত্র প্রথমে শাখা সচিবালয় সুমূহে(পররাষ্ট্র মন্ত্রণালয়)অথবা নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার শাখা থেকে প্রত্যয়ন করতে হবে|
  • বাংলাদেশ থেকে ইস্যুকৃত নথিপত্র বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমওএফএ) থেকে প্রত্যয়নকরতে হবে|
  • ফি এর জন্য, অনুগ্রহ করে ফি তালিকাটি দেখুন|
  • ভারতীয় নাগরিকদের তাদের পাসপোর্ট এবং বৈধ ওয়ার্ক পারমিট এর ফটোকপি সহ নথিপত্র জমা দিতে হবে|
  • বাংলাদেশের নাগরিকদের তাদের পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের এর ফটোকপি সহ নথিপত্র জমা দিতে হবে|