No appointment date required for IVACs, Rajshahi and Rangpur সংবাদ বিজ্ঞপ্তি

রাজশাহী এবং রংপুর আইভিএসি গুলোতে এ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হবে না

ভারতীয় হাই কমিশন

ঢাকা  

সংবাদ বিজ্ঞপ্তি  

রাজশাহী এবং রংপুর আইভিএসি গুলোতে এ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হবে না

আগামী ১০ সেপ্টেম্বর ২০১৭ থেকে  ভ্রমণ ভিসা আবেদনকারীরা কোন আগাম এ্যাপয়েন্টমেন্ট ছাড়াই রাজশাহী এবং রংপুর আইভিএসি গুলোতে সরাসরি তাদের ভিসা আবেদন জমা দিতে পারবেন। রাজশাহী এবং রংপুর আইভিএসি গুলোতে সকাল -৩০ থেকেদুপুর ১২-৩০ পর্যন্ত আবেদনপত্র নেওয়া হবে।

২. ভ্রমণ ছাড়া অন্যান্য ভিসা ক্যাটাগরি যেমন  মেডিকেল ভিসা, ব্যবসায়, সম্মেলন ও অন্যান্য ভিসা আবেদন আগের মতই সরাসরি জমা দেওয়া যাবে। অধিকন্তুপ্রবীণ নাগরিক ও মুক্তিযোদ্ধাদের জন্য সরাসরি অন্য কাউন্টারে আবেদনপত্র জমাদান বলবৎ থাকবে। ভ্রমণ ভিসার জন্য ভারতে ভ্রমণের নিশ্চিত টিকেটজমাদানের প্রয়োজন হবে না।

৩. নতুন এই ব্যবস্থা একটি উদ্যোগ যা চট্টগ্রামে ৯ জুলাই ২০১৭ পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এবং রাজশাহী ও রংপুর আইভিএসি গুলোতে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে।

৪. এ পদক্ষেপের লক্ষ্য হচ্ছে ভারতীয় ভিসা প্রাপ্তি সহজতর করা এবং ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধি। 

ঢাকা

৩১ আগস্ট ২০১৭ 

****