HC Pranay Verma inaugurated the new building of Kashinagar Degree College সংবাদ বিজ্ঞপ্তি

হাই কমিশনার প্রণয় ভার্মা কাশিনগর ডিগ্রি কলেজের নতুন ভবনের উদ্বোধন করেন

ভারতীয় হাই কমিশন
ঢাকা

সংবাদ বিজ্ঞপ্তি

হাই কমিশনার প্রণয় ভার্মা কাশিনগর ডিগ্রি কলেজের নতুন ভবনের উদ্বোধন করেন

১. হাই কমিশনার প্রণয় ভার্মা ২ অক্টোবর ২০২৩-এ ভারত সরকারের অনুদানে নির্মিত কুমিল্লার চৌদ্দগ্রামে কাশিনগর ডিগ্রি কলেজের নতুন ভবনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর সাথে যোগদান করেন কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুল হক। ভারতের হাই ইমপ্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোগ্রামের (এইচআইসিডিপি) অধীনে ভারতের অর্থায়নে ১,৭৫,৫০,৪০০ টাকা ব্যয়ে চারতলা ভবনটি নির্মিত হয়েছে।

২. অনুষ্ঠানে সমাবেশের উদ্দেশে বক্তব্য প্রদানকালে হাই কমিশনার ভার্মা প্রকল্পটিকে ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে দৃঢ় বন্ধনের একটি উদাহরণ হিসেবে তুলে ধরেন, যেটিকে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তাদের যৌথ আত্মত্যাগের ভিত্তিতে প্রতিষ্ঠিত বলে উল্লেখ করেন।

৩. হাই কমিশনার সন্তুষ্টি প্রকাশ করে বলেন, নবনির্মিত এই অবকাঠামো কলেজটিকে সেই এলাকার ৮০০ জনেরও বেশি শিক্ষার্থীকে মানসম্পন্ন শিক্ষা প্রদান করতে সক্ষম করেছে, যাদেরকে এর আগে কলেজ শিক্ষালাভ করার জন্য শহরে যেতে হতো। তিনি জোর দিয়ে বলেন, এই ধরণের প্রকল্পসমূহ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রভাব রাখছে এবং ভারত ও বাংলাদেশের মধ্যে উন্নয়ন অংশীদারত্বের জনমুখী প্রকৃতির প্রতিফলন ঘটাচ্ছে।

৪. হাই কমিশনার উল্লেখ করেন, আজ বাংলাদেশ ভারতের বৃহত্তম উন্নয়ন অংশীদার, যা দুই দেশের মধ্যে বিশেষ সম্পর্কের সাক্ষ্য এবং গত এক দশকে তাদের অংশীদারত্বে যে রূপান্তরমূলক পরিবর্তন ঘটেছে তার প্রমাণ। তিনি মন্তব্য করেন, এই উন্নয়ন প্রকল্পসমূহও দুই দেশের এই বিশ্বাসের ভিত্তিতে তৈরি যে তাদের উন্নতি ও সমৃদ্ধি পরস্পরের সাথে আন্তঃসংযুক্ত। হাই কমিশনার আশাবাদ ব্যক্ত করেন, ভারত ও বাংলাদেশ যেভাবে আর্থ-সামাজিক উন্নয়নের উচ্চ স্তর অভিমুখে নতুন অগ্রগতি অর্জন করেছে, সেভাবেই তাদের অংশীদারত্বের পরিধি ও প্রকৃতি আরও বিস্তৃত ও গভীর হবে।

৫. বাংলাদেশে এইচআইসিডিপি কর্মসূচি সূচনার পর থেকে, ভারত সরকার বাংলাদেশের বিভিন্ন জেলায় এই ধরনের ৯৩টি প্রকল্প হাতে নিয়েছে, যেগুলোর মধ্যে ৭৬টি প্রকল্প এ পর্যন্ত সম্পন্ন হয়েছে।

৬. যদিও এই এইচআইসিডিপিগুলোর প্রাথমিক লক্ষ্য অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণের উন্নতিতে অবদান রাখা, এই প্রকল্পসমূহ স্থানীয় পর্যায়ে প্রচুর পরিমাণে কর্মসংস্থান সৃষ্টিতেও সাহায্য করেছে।

৭. মাননীয় সংসদ সদস্য, কলেজের গভর্নিং বডি, শিক্ষকবৃন্দ, কর্মচারীগণ ও শিক্ষার্থীগণ ভারত সরকারকে কৃতজ্ঞতা এবং অনুদান সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং বাংলাদেশে শিক্ষার মান ও শিক্ষালাভের সামর্থ্য বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে ভারতের কাছে তারা আরও সহযোগিতার জন্য উন্মুখ।

২ অক্টোবর ২০২৩
ঢাকা