Inclusion of new Institutes under ICCR’s Scholarship Programmes সংবাদ বিজ্ঞপ্তি

আইসিসিআর বৃত্তি প্রকল্পের অধীনে নতুন প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তি

ভারতীয় হাই কমিশন

ঢাকা

সংবাদ বিজ্ঞপ্তি

আইসিসিআর বৃত্তি প্রকল্পের অধীনে নতুন প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তি

ভারতীয় হাই কমিশন, ঢাকা জানাচ্ছে যে, ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ (আইসিসিআর) বিভিন্ন বৃত্তি কর্মসূচির অধীনে নিম্নোক্ত প্রতিষ্ঠানগুলিকে অন্তর্ভুক্ত করেছে: -  

১) সেন্টার ইনস্টিটিউট অফ বুদ্ধিস্ট স্টাডিজ (সিআইবিএস), লেহ।

২) সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ টিবেটিয়ান স্টাডিজ (এটি সারনাথে অবস্থিত এবং সেন্টার ইনস্টিটিউট অফ হায়ার টিবেটিয়ান স্টাডিজ নামেও পরিচিত)।

৩) ন্যাশনাল মিউজিয়াম ইনস্টিটিউট অফ দ্য হিস্টরি অফ আর্ট, কনভারসেশন অ্যান্ড মিউজিওলজি।

উল্লেখ্য, আইসিসিআর ইতোমধ্যে ন্যাশনাল স্কুল অফ ড্রামা (এনএসডি), সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এসআরএফটিআই) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজিকে (এনআইএফটি) বিভিন্ন বৃত্তি প্রকল্পে অন্তর্ভুক্ত করেছে। আগ্রহী প্রার্থীরা পরবর্তী শিক্ষাবর্ষ (২০২০-২১)থেকে এই প্রতিষ্ঠানগুলি দ্বারা পরিচালিত কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারেন। আইসিসিআর বৃত্তি সম্পর্কিত বিজ্ঞপ্তিগুলো সাধারণত প্রতি বছর ডিসেম্বর-ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়।

অন্যান্য আইসিসিআর বৃত্তির মতই অনলাইনে আবেদন করার জন্য http://a2ascholarships.iccr.gov.in/home এই পোর্টালে শিক্ষার্থীদের নিজেদের ব্যক্তিগত লগইন আইডি ও পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে।

বিস্তারিত তথ্যের জন্য অনুগ্রহপূর্বক শিক্ষা শাখা, ভারতীয় হাই কমিশন, প্লট নং: ১-৩, পার্ক রোড, বারিধারা, ঢাকা; ফোন- ৫৫০৬৭৩০১-৩০৮ এক্সটেনশন- ১০৯৬/১১১২; ই-মেইল: edu1.dhaka@mea.gov.in এই ঠিকানায় যোগাযোগ করুন।

ঢাকা

১৬ এপ্রিল ২০১৯

****