India@Bangladesh 2.0’ Art Camp সংবাদ বিজ্ঞপ্তি

ভারত@বাংলাদেশ ২.০’ আর্ট ক্যাম্প

ভারতীয় হাই কমিশন

ঢাকা

 সংবাদ বিজ্ঞপ্তি

 ভারত@বাংলাদেশ ২.০’ আর্ট ক্যাম্প

 

১. ভারতীয় হাই কমিশন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহযোগিতায় ভারত@বাংলাদেশ ২.০’ আর্ট ক্যাম্প আয়োজন করেছে। আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি, ২০১৮ এই ক্যাম্পটি অনুষ্ঠিত হবে।  

২. বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিশেষায়িত শিল্পকলা প্রতিষ্ঠান থেকে মনোনীত ৫০ জন শিল্পী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে অনুষ্ঠিতব্য এই ক্যাম্পে অংশ নেবেন।

৩. আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারীরা ‘‘ভারত@৭০- গত ৭০ বছরে ভারতের উন্নতি’’, ‘‘স্বাধীনতা যুদ্ধে বন্ধুত্বের বিজয়’’, ‘‘ধর্ম যার যার, উৎসব সবার’’, এবং ‘‘মৈত্রী’’ এই ৪টি বিষয় থেকে উপবিষয় নির্বাচন করতে পারবেন। প্রখ্যাত শিল্পী ও শিল্পবোদ্ধাদের একটি বিচারক প্যানেল চিত্রকর্ম নিরীক্ষা করে বিজয়ীদের পুরস্কৃত করবেন।

৪. ১৯ ফেব্রুয়ারি, ২০১৮ বিকেল ৫টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। বাংলাদেশে নিযুক্ত ভারতের মাননীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণে সম্মতি জ্ঞাপন করেছেন। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

 

ঢাকা

১২ ফেব্রুয়ারি,২০১৮

****