Visit of Bangladesh Air Force Delegation to Dimapur সংবাদ বিজ্ঞপ্তি

বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিনিধি দলের দিমাপুর পরিদর্শন

ভারতীয় হাই কমিশন

ঢাকা

সংবাদ বিজ্ঞপ্তি

বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিনিধি দলের ভারতের দিমাপুর পরিদর্শন

             বাংলাদেশ বিমান বাহিনীর একটি ২০ সদস্যের প্রতিনিধি দল ৩১ অক্টোবর ২০২৩-এ ভারতের দিমাপুর পরিদর্শন করে। জিপি ক্যাপ্টেন তানভীর মারজান, পিএসসি ১৩ জন কর্মকর্তা ও ০৭ জন বিমানসেনা নিয়ে গঠিত প্রতিনিধিদলটির নেতৃত্বে ছিলেন। প্রতিনিধিদলটিকে বিএএফ ঘাঁটি বঙ্গবন্ধু থেকে এভিএম হাসান মাহমুদ খান, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি, এসিএএস (প্ল্যানস), বিএএফ বিদায় জানান।

২.        বাংলাদেশ বিমান বাহিনী ২৮ সেপ্টেম্বর, ১৯৭১-এ দিমাপুরে এভিএম (তৎকালীন জিপি ক্যাপ্টেন) এ কে খন্দেকারের নেতৃত্বে গঠিত হয়, যার ফ্লায়িং কোড ইউনিটের কোডনেইম "কিলো ফ্লাইট" প্রয়াত এভিএম (তৎকালীন স্কোয়াড্রন লিডার) সুলতান মাহমুদের নেতৃত্বাধীন ছিল। ইউনিটটি ০৯ জন পাইলট ও ৫৮ জন টেকনিশিয়ান নিয়ে গঠিত।

৩.        এই সফরটি ভারতীয় ও বাংলাদেশ বিমান বাহিনীর মধ্যে চলমান সহযোগিতার একটি অংশ এবং এর লক্ষ্য হলো বিএএফ কর্মীগণকে তাদের শিকড়ের সাথে সংযোগ স্থাপনে সহায়তা করা এবং আমাদের দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও বৃদ্ধি করা।

 

ঢাকা
অক্টোবর ৩১, ২০২৩