High Commission of India hosts ITEC Alumni Meet 2023 সংবাদ বিজ্ঞপ্তি

ভারতীয় হাই কমিশন আয়োজন করলো আইটেক অ্যালামনাই মিট ২০২৩

ভারতীয় হাই কমিশন
ঢাকা

সংবাদ বিজ্ঞপ্তি

ভারতীয় হাই কমিশন আয়োজন করলো আইটেক অ্যালামনাই মিট ২০২৩

১. ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন ২ মার্চ, ২০২৩-এ একটি আইটেক অ্যালামনাই মিটের আয়োজন করে। হাই কমিশনার প্রণয় ভার্মা এই অনুষ্ঠান চলাকালে তাঁর বক্তব্যে ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন প্রোগ্রাম (আইটেক) থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়ার জন্য আইটেক অ্যালামনাইগণকে আন্তরিক শুভেচ্ছা জানান। আইটেক হলো ভারত সরকারের একটি বহুল আলোচিত কার্যক্রম, যার লক্ষ্য ভারতের দক্ষতা ও জ্ঞান উন্নয়নশীল দেশগুলোর সাথে বিনিময় করা। প্রতিষ্ঠার পর থেকে, আইটেক বাংলাদেশসহ ১৬০টিরও বেশি দেশের ১৬০,০০০ এরও বেশি অংশগ্রহণকারীগণকে প্রশিক্ষণ প্রদান করেছে। এই কার্যক্রমটি সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হয়েছে।

২. বাংলাদেশে বছরের পর বছর ধরে ৪,৫০০ জনেরও বেশি নবীন পেশাদার আইটেক-এর বিভিন্ন কার্যক্রমের অধীনে ভারতের প্রথম সারির প্রতিষ্ঠানসমূহে কোর্স করেছেন। এই কোর্সগুলো পাবলিক পলিসি থেকে শুরু করে বিশেষায়িত কৃষি ও শিল্পবিষয়ক খাত থেকে শুরু করে নতুন শক্তি ও অত্যাধুনিক প্রযুক্তি পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশ সরকারের সুনির্দিষ্ট অনুরোধ অনুযায়ী পরিকল্পিত কোর্সসমূহও পরিচালিত হয়েছে। ২০২২-২৩ সময়কালে, আমাদের ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি, ভোপাল-এ বাংলাদেশের বিচারক এবং বিচার বিভাগীয় কর্মকর্তাদের ৪টি ব্যাচের বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমের প্রস্তাব দেওয়া হয়েছে। একইভাবে, মিড-ক্যারিয়ার প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা হয়েছে, যেখানে বাংলাদেশি সরকারি কর্মকর্তাগণকে মুসৌরিতে অবস্থিত ভারতের ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্নেন্স-এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অধিকন্তু, বিভিন্ন ক্ষেত্রের (বেসরকারি খাতসহ) ৫৬ জন বাংলাদেশি অংশগ্রহণকারী সারা বিশ্ব থেকে আগত প্রার্থীদের সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করেছেন, আর ২০২২-২৩ সালে বাংলাদেশের ৬৭ জন ই-আইটেক প্রোগ্রাম থেকে উপকৃত হয়েছেন।

৩. ২০২৩ সালের ২ মার্চ আইটেক অ্যালামনাই মিট চলাকালে, ভারতীয় হাই কমিশন বাংলাদেশের সকল আইটেক অ্যালামনাইয়ের জন্য একটি প্ল্যাটফর্ম হিসাবে বাংলাদেশে একটি আইটেক অ্যালামনাই অ্যাসোসিয়েশন (আইএএবি) গঠনের ঘোষণা দেয়। আইএএবি সকল আইটেক অ্যালামনাইয়ের সংযুক্ত থাকার ও তাদের অভিজ্ঞতা বিনিময় করার জন্য একটি ফোরাম হিসাবে কাজ করবে। এটি অ্যালামনাইগণের জ্ঞান ও দক্ষতা বিনিময় করার মাধ্যমে ভারত ও বাংলাদেশ উভয়ের উন্নয়নে অবদান রাখার সুযোগও দেবে। এই এসোসিয়েশনটি বাংলাদেশে ভারতীয় হাই কমিশন ও অন্যান্য অংশীদারদের সঙ্গে প্রশিক্ষণ কর্মসূচি, কর্মশালা ও অন্যান্য ইভেন্ট আয়োজনের জন্য ঘনিষ্ঠভাবে কাজ করবে।

৪. বাংলাদেশে আইটেকের সকল অ্যালামনাইকে এই অ্যাসোসিয়েশনে যোগদান ও এর কার্যক্রমে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়।

৫. ২ মার্চ, ২০২৩-এ আইটেক অ্যালামনাই মিট-এ বিশিষ্ট অতিথিবৃন্দের পাশাপাশি সকল স্তরের প্রায় ১০০ জন আইটেক অ্যালামনাই উপস্থিত ছিলেন৷ আইসিসিআর স্কলার র্যা চেল প্রিয়াঙ্কা পরিবেশিত গৌড়ীয় নৃত্যের একটি ছোট সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে৷

ঢাকা
মার্চ ২, ২০২৩

***