Press release Indian Maritime University সংবাদ বিজ্ঞপ্তি

ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি-র সংবাদ বিজ্ঞপ্তি

ভারতীয় হাই কমিশন
ঢাকা

ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি-র সংবাদ বিজ্ঞপ্তি

.  আপনাদের জানাতে পেরে আমরা আনন্দিত যে, ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি (আইএমইউ), চেন্নাই ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ডিরেক্ট অ্যাডমিশন অব স্টুডেন্টস অ্যাব্রোড (ডিএএসএ) স্কিমের অধীনে বিদেশি নাগরিক/ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি/অনাবাসী ভারতীয়/প্রবাসী ভারতীয় নাগরিকদেরকে নিম্নলিখিত প্রোগ্রামগুলোতে ভর্তি হওয়ার সুযোগ দিচ্ছে:

.  ব্যাচেলর অব টেকনোলজি (মেরিন ইঞ্জিনিয়ারিং), ব্যাচেলর অব সায়েন্স (নটিক্যাল সায়েন্স), ব্যাচেলর অব টেকনোলজি (নেভাল আর্কিটেকচার অ্যান্ড ওশান ইঞ্জিনিয়ারিং), মাস্টার অব টেকনোলজি (নেভাল আর্কিটেকচার অ্যান্ড ওশান ইঞ্জিনিয়ারিং), মাস্টার অব টেকনোলজি (নেভাল আর্কিটেকচার অ্যান্ড ওশান ইঞ্জিনিয়ারিং), মাস্টার অব টেকনোলজি (ড্রেজিং অ্যান্ড হারবার ইঞ্জিনিয়ারিং), মাস্টার অব টেকনোলজি (মেরিন টেকনোলজি), মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টেশন অ্যান্ড লজিস্টিকস্‌ ম্যানেজমেন্ট), মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট)।

বিশ্ববিদ্যালয়টির চারটি স্কুল রয়েছে:

স্কুল অব মেরিটাইম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি

স্কুল অব নটিক্যাল স্টাডিজ

স্কুল অব নেভাল আর্কিটেকচার অ্যান্ড ওশান ইঞ্জিনিয়ারিং

স্কুল অব মেরিটাইম ম্যানেজমেন্ট

৩. নিম্নলিখিত প্রোগ্রামসমূহ আইএমইউ ক্যাম্পাসগুলোতে অফার করা হয়:

ক) আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামসমূহ:

ব্যাচেলর অব টেকনোলজি (মেরিন ইঞ্জিনিয়ারিং), ব্যাচেলর অব সায়েন্স (নটিক্যাল সায়েন্স), ডিপ্লোমা ইন নটিক্যাল সায়েন্স লিডিং টু ব্যাচেলর অব সায়েন্স (অ্যাপ্লাইড নটিক্যাল সায়েন্স), ব্যাচেলর অব টেকনোলজি (নেভাল আর্কিটেকচার অ্যান্ড ওশান ইঞ্জিনিয়ারিং), ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (লজিস্টিকস্‌, রিটেইলিং অ্যান্ড ই-কমার্স), অ্যাপ্রেন্টিসশিপ এমবেডেড ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (মেরিটাইম লজিস্টিকস্‌)

খ) পোস্ট-গ্র্যাজুয়েট প্রোগ্রামসমূহ:

মাস্টার অব টেকনোলজি (নেভাল আর্কিটেকচার অ্যান্ড ওশান ইঞ্জিনিয়ারিং), মাস্টার অব টেকনোলজি (ড্রেজিং অ্যান্ড হারবার ইঞ্জিনিয়ারিং), মাস্টার অব টেকনোলজি (মেরিন টেকনোলজি), মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা, মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট), মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিকস্‌ ম্যানেজমেন্ট)।

গ) রিসার্চ প্রোগ্রামসমূহ: পিএইচডি, এম.এস. (রিসার্চ)

৪. ডিএএসএ স্কিমের মাধ্যমে ভর্তি সংক্রান্ত তথ্য www.dasanit.org –এ পাওয়া যাবে

শিক্ষার্থীগণ academicscell@imu.ac.in -এ ইমেলের মাধ্যমে বা +৯১৪৪২৪৫৩৯০২৭ বা +৯১৪৪২৪৫৩৯০২৮ নাম্বারে টেলিফোনের মাধ্যমে প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আরও তথ্যের জন্য www.imu.edu.in ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন।

ঢাকা
মার্চ ১৩
, ২০২৩

***