Ceremony for Signing of Contract between Larsen & Toubro, India and Dhaka Mass Transit Company Limited for Package 07 of Dhaka Metro

সংবাদ বিজ্ঞপ্তি

ঢাকা মেট্রোর প্যাকেজ ০৭ নির্মাণে ভারতের লারসেন এন্ড টুব্রো এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

ভারতীয় হাই কমিশন
ঢাকা

সংবাদ বিজ্ঞপ্তি 

ঢাকা মেট্রোর প্যাকেজ ০৭ নির্মাণে ভারতের লারসেন এন্ড টুব্রো এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান 

ভারতীয় লারসেন অ্যান্ড টুব্রো আজ ঢাকা মেট্রোর ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারের এমআরটি লাইন-৬ এর প্যাকেজ ০৭ এর জন্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এ কাজের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ট্র্যাক নির্মাণ কাজ, বিদ্যুতায়ন সিস্টেম, সিগন্যালিং সিস্টেম, স্বয়ংক্রিয় ভাড়া সংগ্রহের ব্যবস্থা ইত্যাদি। ঢাকা মেট্রো (এমআরটি লাইন ৬) গুলশান থেকে ঢাকার মতিঝিল এলাকায় ১৮.৯কিলোমিটার দূরত্বে ১৬টি স্টেশনসহ নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির অর্থায়ন করছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা। 

২.   চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মাননীয় সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 

হাই কমিশনারের বক্তব্যের জন্য লিংকে ক্লিক করুন: https://hcidhaka.gov.in/hci_Contract_Signing3618 

ঢাকা
০৩ জুন
২০১৮

****