HC Pranay Verma addressed seminar on connectivity in Chattogram সংবাদ বিজ্ঞপ্তি

হাই কমিশনার প্রণয় ভার্মা চট্টগ্রামে কানেক্টিভিটি বিষয়ক সেমিনারে বক্তব্য প্রদান করেন

ভারতীয় হাই কমিশন
ঢাকা

সংবাদ বিজ্ঞপ্তি

হাই কমিশনার প্রণয় ভার্মা চট্টগ্রামে কানেক্টিভিটি বিষয়ক সেমিনারে বক্তব্য প্রদান করেন

হাই কমিশনার প্রণয় ভার্মাকে ২৬ আগস্ট ২০২৩-এ চট্টগ্রামে "ডেভেলপমেন্ট অব চট্টগ্রাম থ্রু এনহান্সড কানেক্টিভিটি : প্রসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জেস" শীর্ষক একটি সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সহযোগিতায় শীর্ষস্থানীয় গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয় এই অনুষ্ঠানটির আয়োজন করে এবং এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

হাই কমিশনার ভার্মা তাঁর বক্তব্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক, সাংস্কৃতিক ও মানুষে-মানুষে সম্পর্ক স্থাপনের সুবিধার্থে সংযোগের দীর্ঘমেয়াদী তাৎপর্যের ওপর জোর দেন। তিনি বলেন, একটি সংলগ্ন ভৌগোলিক অবস্থান এবং যৌথ ইতিহাস ও সংস্কৃতি নিয়ে, সংযোগের সুযোগ এবং গুণমান বৃদ্ধি করাটা একটি সর্বজনীন আকাঙ্ক্ষা, সেইসাথে বাংলাদেশের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান অংশীদারত্বের চালক। তিনি উল্লেখ করেন যে, দুই দেশের মধ্যে ভবিষ্যৎ সংযোগসমূহ বহুমুখী উপায়ে আকৃতি পাবে, যার মধ্যে রয়েছে সড়ক ও রেলপথ, অভ্যন্তরীণ জলপথ, উপকূলীয় শিপিং, এবং সেইসাথে জ্বালানি ও ডিজিটাল সংযুক্তি। তিনি শক্তিশালী সংযোগ উদ্যোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের ভৌগোলিক নৈকট্যকে নতুন অর্থনৈতিক সুযোগে রূপান্তরের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

হাই কমিশনার ভারত-বাংলাদেশ সম্পর্ককে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যৌথ আত্মত্যাগের মূলে নিহিত বলে বর্ণনা করেন। তিনি উল্লেখ করেন যে, দুই দেশের মধ্যে সংযোগ উদ্যোগসমূহ আমাদের জনগণ ও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ ও সমৃদ্ধিকে কেন্দ্র করে পারস্পরিক সহানুভূতি ও নির্ভরশীলতার অভিন্ন চেতনায় পরিচালিত হয়।

সেমিনারটিতে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ ও শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দের পাশাপাশি বেশ কয়েকজন বিদগ্ধ ব্যক্তিত্ব, বিশেষজ্ঞ, গণমাধ্যমকর্মী ও অন্যান্য অংশীজনেরা উপস্থিত ছিলেন।

ঢাকা
২৬ আগস্ট ২০২৩