MoU Signing for School projects under Indian Grant Assistance সংবাদ বিজ্ঞপ্তি

ভারতীয় অনুদান সহায়তার আওতায় বিদ্যালয় প্রকল্পের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর

ভারতীয় হাই কমিশন

ঢাকা

 

সংবাদ বিজ্ঞপ্তি

 

ভারতীয় অনুদান সহায়তার আওতায় বিদ্যালয় প্রকল্পের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর 

     ভারতীয় হাই কমিশন আজ ভারতীয় অনুদান সহায়তার আওতায় পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক এলাকায় তিনটি নতুন উন্নয়ন প্রকল্পের জন্য সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই প্রকল্পগুলোর আওতায় বান্দরবান জেলার মাতামুহুরী নিম্নমাধ্যমিক বিদ্যালয়; রাঙ্গামাটি জেলার ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয় (এটি হবে এই এলাকায় প্রথম চার তলাবিশিষ্ট একাডেমিক ভবন) এবং খাগড়াছড়ি জেলার গাছবান নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মিত হবে। এই প্রকল্পগুলোর মোট ব্যয় ৫ দশমিক ৮৫ কোটি টাকা। প্রকল্পগুলো সম্পূর্ণ ভারত সরকারের অর্থায়নে বাস্তবায়িত হবে। 

২.   ভারত সরকার বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, পানি, সংস্কৃতি, নগর উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহায়তা করে আসছে।

৩.   সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা, মাতামুহুরী নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শ্রী উ উই চারা ভিক্ষু, ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী জিতেন্দ্র চাকমা, গাছবান নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী ভূপতি চাকমা।

ঢাকা

০৩ ডিসেম্বর ২০১৮

****