ভারতের মানবিক সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনারের বক্তব্য বিবৃতি ও বক্তৃতা

ভারতের মানবিক সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনারের বক্তব্য

ভারতের মানবিক সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনারের বক্তব্য

[চট্টগ্রাম, ১৪ সেপ্টেম্বর ২০১৭]

নমস্কার,

আপনারা জানেন, মায়ানমারের রাখাইন রাজ্যের সাম্প্রতিক সহিংসতায় বিপুলসংখ্যক শরণার্থী বাংলাদেশে আসছেন এটি বাংলাদেশ সরকারের জন্য নজীরবিহীন চ্যালেঞ্জের সৃষ্টি করছে বাংলাদেশ সরকার এই বিপুলসংখ্যক শরণার্থীর অন্ন, বস্ত্র বাসস্থানের জন্য যে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন, আমরা তার প্রশংসা করি

এই প্রেক্ষিতে ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশের প্রচেষ্টায় সমর্থন করতে জরুরি মানবিক সহায়তা দেবার সিদ্ধান্ত নিয়েছে আপনারা দেখছেন, আমার পেছনে ভারতের ত্রাণসামগ্রীবাহী ভারতীয় বিমানবাহিনির প্রথম চালানটি দাঁড়িয়ে আছে এতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় কিছু খাদ্য সামগ্রী রয়েছে আমরা সদ্য আগত শরণার্থীদের প্রত্যেকটি পরিবারকে ১৫ কেজির একটি প্যাকেট বিতরণ করব যাতে চাল, ডাল, চিনি, লবণ, বিস্কুট, পাউডার দুধ অন্যান্য খাদ্যদ্রব্যসহ সাবান, মশারী অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে

এই খাদ্যদ্রব্যের প্রথম প্যাকেটটি আমি বাংলাদেশ সরকারের মাননীয় সড়ক, যোগাযোগ সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদেরের হাতে তুলে দিচ্ছিএটি বাংলাদেশের বধুপ্রতিম জনগণের জন্য ভারতের জনগণের উপহারআমরা প্রশাসনের প্রতি আগামী দুই দিনের মধ্যে শরণার্থীদের প্রয়োজনীয় এই ত্রাণসামগ্রী বিতরণের ব্যবস্থা করার অনুরোধ জানাবোআজ বিকেলের ট্রেন নিয়ে দ্বিতীয় বিমানটি এসে পৌঁছবেআগামী কয়েক সপ্তাহের মধ্যে বাকি জিনিসগুলো পরিবহনে আমরা বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করছি

****