ফেনী ব্রীজ পরিদর্শনে হাই কমিশনারের বক্তব্য বিবৃতি ও বক্তৃতা

ফেনী ব্রীজ পরিদর্শনে হাই কমিশনারের বক্তব্য

 ভারতীয় হাই কমিশন

ঢাকা

ফেনী ব্রীজ পরিদর্শনে হাই কমিশনারের বক্তব্য

[জানুয়ারি ০৩, ২০১৮] 

রামগড়, খাগড়াছড়িতে আসতে পেরে আমি খুবই খুশি।

এত সুন্দর জায়গায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশের যোগাযোগ ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদেরকে আমি ধন্যবাদ জানাই।

মন্ত্রীর এখানে আসা ভারতের সাথে বাংলাদেশ সরকারের সংযোগ প্রকল্পের গুরুত্বের কথা তুলে ধরে।

গত ১০ বছরে ভারতের সাথে বাংলাদেশের যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন অতুলনীয়ভাবে এগিয়েছে।

ফেনী নদীর ওপর প্রস্তাবিত এই ব্রীজ ভারত ও বাংলাদেশের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করবে। বাংলাদেশের সাথে এ সংযোগ ত্রিপুরার মানুষের অনেক দিনের দাবি।

ব্রীজটি আমাদের দুই দেশের মানুষের মধ্যে বাণিজ্য, যোগাযোগ ও ভ্রমণ ব্যবস্থা এগিয়ে নিয়ে যাবে।

মাননীয় মন্ত্রী নিজেই একজন মুক্তিযোদ্ধা। তার দেশের স্বাধীনতা ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষা করতে তিনি লড়াই করেছেন। আমাদের দুই দেশের উন্নতির জন্য তিনি জোরালো ভূমিকা রেখেছেন।

সবশেষে, ভারত-বাংলাদেশ সম্পর্ক রক্ষায় অটুট সমর্থন এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।

****