সংসদ অ্যানেক্সে সরস্বতী পূজা উৎসব-২০১৮ তে হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলার বক্তব্য
 বিবৃতি ও বক্তৃতা

সংসদ অ্যানেক্সে সরস্বতী পূজা উৎসব-২০১৮ তে হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলার বক্তব্য

ভারতীয় হাই কমিশন

ঢাকা

 

সংসদ অ্যানেক্সে সরস্বতী পূজা উৎসব-২০১৮ তে হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলার বক্তব্য

 

[ঢাকা, ২২ জানুয়ারি ২০১৮]

নমস্কার!

শুভ সন্ধ্যা!

সংসদ অ্যানেক্সের এই সরস্বতী পূজা উৎসবে (বাণী অর্চ্চনা) আমি দ্বিতীয় বার এলাম।

যারা জ্ঞানান্বেষণ করছেন তাদের জন্য এই উৎসব খুবই মাহাত্ম্যপূর্ণ।

জ্ঞানের আশীর্বাদ কামনার এই উৎসব সত্যিকারের অসাম্প্রদায়িক রূপ পেয়েছে।

আজকে আমরা জ্ঞান ও কলার দেবী মা সরস্বতীকে অঞ্জলি দিই, তাঁর কাছে জ্ঞান কামনা করি। আমাদের ও সমাজের অজ্ঞতা দূর করার প্রার্থনা করি।

ভারত ও বাংলাদেশের মানুষ একসাথে সব উৎসব পালন করে। এই উৎসবে আমি বাংলাদেশের বন্ধুদের সাথে আনন্দ ভাগ করে নিতে চাই।

আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মত নেতৃত্বের কারণে ভারত-বাংলাদেশ অনন্য মৈত্রীর বন্ধনে আবদ্ধ।

আমাদের অভিন্ন এক ইতিহাস আছে। ১৯৭১ সালে, বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় ভারতীয় সেনা এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধারা বাংলাদেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, প্রাণ উৎসর্গ করেছে। সকল ভারতীয় নাগরিকের জন্য এটি খুব গৌরবের বিষয়।

আজকে বাংলাদেশ সমাজ থেকে উগ্রবাদকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করতে সফল হয়েছে।

আমাদের অবশ্যই প্রতিবেশী হিসেবে শান্তিতে সহাবস্থান করতে হবে এবং ভাল-মন্দ সব সময়েই পাশে থাকতে হবে।

আমার সোনার বাংলা’ আপনাদের মত আমাদেরও স্বপ্ন। বাংলাদেশের অগ্রযাত্রা ও উন্নয়নে অংশীদার হয়ে কাজ করতে ভারত সদা প্রস্তুত।

আজকের শুভ মুহূর্তে, আমি মা স্বরস্বতীর কাছে দুই দেশের মানুষের শান্তি ও উন্নতির জন্য শিক্ষায়, জ্ঞানে, প্রজ্ঞায় এবং কলা, বিজ্ঞান ও প্রযুক্তিতে তাঁর স্বর্গীয় আশীর্বাদ কামনা করছি।

শুভ বাণী অর্চ্চনা!

****