আন্তর্জাতিক যোগ দিবসে ভারতীয় হাই কমিশনারের বক্তব্য বিবৃতি ও বক্তৃতা

আন্তর্জাতিক যোগ দিবসে ভারতীয় হাই কমিশনারের বক্তব্য

ভারতীয় হাই কমিশন

ঢাকা

আন্তর্জাতিক যোগ দিবসে ভারতীয় হাই কমিশনারের বক্তব্য

[২১ জুন ২০১৮]

শুভ সকাল !!

এত সকালে সূর্য উদয়ের প্রথম প্রহরে আপনাদের এই বহুল উপস্থিতি দেখে আমি অভিভূত ।

আজ বছরের সব চেয়ে বড় দিন আর এই দিনেই আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়আমি এটা দেখে খুব খুশি যে, আজ এখানে বাংলাদেশের অনেক মানুষ উপস্থিত আছেন ।

আমরা ২০১৫ সালে মাত্র সাতশ’ জনকে নিয়ে প্রথম আন্তর্জাতিক যোগ দিবস পালন করেছিলাম ২০১৬ সালের আন্তর্জাতিক যোগ দিবসে ১৫০০ জন উপস্থিত ছিলেন গত বছর প্রায় ৫০০০ জন উপস্থিত ছিলেন আর এই বছর এত মানুষ দেখে আমি খুব আনন্দিত

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আমাদের উদ্দেশে বিশেষ বার্তা প্রদান করার জন্যে আমি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে আন্তরিক ধন্যবাদ জানাই ।

আমি মাননীয় সড়ক, পরিবহণ ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদেরকে তার মূল্যবান সময় থেকে এখানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাই ।

আমি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদারকে এখানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাই।

আমাদের এখানে উপস্থিত আছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত যেমন: ভুটান, যুক্তরাষ্ট্র, আফগানিস্তান, ইরান, ভিয়েতনাম, ভ্যাটিকান, সুইজারল্যান্ড, মিয়ানমার, ডেনমার্ক, মালদ্বীপ, শ্রীলংকা, নেপাল, জাপান প্যালেস্টাইন। আরও উপস্থিত আছেন সিরডাপ ও জাতিসংঘের প্রতিনিধিদল

তারকাদের মধ্যে আছেন জনপ্রিয় তারকা রোকেয়া প্রাচী, মেহের আফরোজ শাওন, মেহজাবিন চোধুরী, বিখ্যাত কন্ঠশিল্পী মেহরীন মাহমুদ, বাংলাদেশের ফুটবল দলের ক্যাপ্টেন জাহিদ হাসান এমিলি, বাংলাদেশ প্রমীলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, সাউথ এশিয়া গেমস-এর স্বর্ণপদক বিজয়ী ভারোত্তোলক মাবিয়া আকতার।

আমাদের এই আয়োজন সফল করার জন্যে সকল পৃষ্ঠপোষককে ধন্যবাদ জানাচ্ছিআমাদের সাথে আছেন স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, টাটা নিটো-নিলয় গ্রুপ, উনিলিভার বাংলাদেশ, এনভয় শেলটেক, উত্তরা মটরস, কোকা-কোলা, গ্যালাক্সি ট্রাভেলস, জেট এয়ারওয়ে, হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁ, শ্যামলী পরিবহণ, শ্যামলী এন আর ট্রাভেলস এবং রবি আজিয়াটা

আমি বাংলাদেশ স্কাউট ও ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের স্বেচ্ছাসেবীদের এবং হলি ফ্যামিলি হসপিটালের ডাক্তারদেরকে বিশেষ ধন্যবাদ জানাই। বুদ্ধি প্রতিবন্ধী সোসাইটি থেকে অংশগ্রহ করা একশ’ জনকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।

আপনারা জেনে খুশি হবেন যে, আজ এই এক সময়ে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেরাদুনে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় মুজিব বাহিনীকে এই দেরাদুনেই প্রশিক্ষণ দেয়া হয়েছিল।

আপনারা জানেন যে, নিয়মিত যোগচর্চা সুস্থ জীবনযাপনের একটি সহজ পন্থা। ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র এবং ভারতীয় দূতাবাস যোগ ক্লাসের আয়োজন করে থাকে

এখানে উপস্থিত থাকার জন্যে সবাইকে অনেক ধন্যবাদ।

****