Visit of 15 young couples of Indian Army to Bangladesh চলমান ঘটনাবলী

ভারতীয় সেনাবাহিনীর ১৫ তরুণ দম্পতির বাংলাদেশ সফর

ভারতীয় হাই কমিশন

ঢাকা

সংবাদ বিজ্ঞপ্তি

ভারতীয় সেনাবাহিনীর ১৫ তরুণ দম্পতির বাংলাদেশ সফর

ভারত ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যকার উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে, ভারতীয় সেনাবাহিনীর ১৫ তরুণ দম্পতি আগামী ৬-১২ জুলাই ২০১৯ বাংলাদেশ সফর করবে। এই সফরটি দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যেখানে ভারতীয় সেনাবাহিনীর মধ্য পর্যায়ের ১৫ জন কর্মকর্তা তাদের স্ত্রী/স্বামীসহ প্রথমবারের মত বাংলাদেশ সফর করবে। বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে প্রতিনিধিদলটি বাংলাদেশে আসছে।

ভারতীয় সেনাবাহিনীর এই প্রতিনিধিদলটি ৬ জুলাই ২০১৯, কলকাতা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ বিমানে বাংলাদেশে পৌঁছুবে। সফরকালে প্রতিনিধিদলটি বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন ও মধ্য পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবে। এছাড়াও প্রতিনিধিদলটি জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ, মুক্তিযুদ্ধ জাদুঘর, বিজয়কেতন জাদুঘর, প্রয়াস, হাতিরঝিল ও কক্সবাজার পরিদর্শন করবে।

এর আগে, ২০১৮ সালের ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ তরুণ দম্পতি দিল্লী, আগ্রা ও কলকাতা সফর করে। সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ সেনাবাহিনী প্রধান তাঁর প্রথম বিদেশ সফরকালে ভারতীয় সেনাবাহিনী প্রধানকে এধরনের সফরের পরামর্শ দেন। এই সফর দুই দেশের অভিন্ন ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রেক্ষাপটে মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধি করবে এবং দুই সেনাবাহিনীর মধ্যকার সহযোগিতা ও আন্ত:কার্যকারীতা সম্প্রসারণ করবে।

ঢাকা ০ ৬ জুলাই ২০১৯

****