International Day of Yoga 2019

চলমান ঘটনাবলী

আন্তর্জাতিক যোগ দিবস ২০১৯

ভারতীয় হাই কমিশন

ঢাকা

সংবাদ বিজ্ঞপ্তি

 আন্তর্জাতিক যোগ দিবস ২০১৯

ভারতীয় হাই কমিশন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন উপলক্ষ্যে ২১ জুন (শুক্রবার), সকাল ৬টা-৮টা পর্যন্ত ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একটি অনুষ্ঠানেরআয়োজন করেছে। উক্ত স্থানে যোগ প্রদর্শন এবং গণ যোগাভ্যাস অনুষ্ঠিত হবে।

 ২০১৪ সালের ১১ ডিসেম্বর জাতিসংঘ ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা দেয়। আন্তর্জাতিক যোগ দিবস পালন করতে ভারতের এই প্রস্তাবটি ১৭৫টিসদস্য রাষ্ট্রের সমর্থন লাভ করে। জাতিসংঘের কোন প্রস্তাবের প্রতি এটিই ছিল সর্বোচ্চ সংখ্যক রাষ্ট্রের সমর্থন প্রদানের রেকর্ড।

২০১৫ সাল থেকে বাংলাদেশে আন্তর্জাতিক যোগ দিবস বড় আকারে পালিত হয়ে আসছে। ২০১৮ সালে ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আনুমানিক ১০,০০০যোগাভ্যাসকারীর সমাগম হয়।

অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত। সকল অংশগ্রহণকারীকে বিনামূল্যে (আগে আসলে আগে পাবেন ভিত্তিতে) যোগ ম্যাট, টি-শার্ট এবং পানির বোতল দেয়া হবে।

 

ঢাকা

১৮ জুন ২০১৯                                              ****