Remarks by High Commissioner of India, Mr. Harsh Vardhan Shringla at Jagannath Hall Saraswati Puja Festival - 2018 চলমান ঘটনাবলী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সরস্বতী পূজা উৎসব-২০১৮ তে হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলার বক্তব্য

 

ভারতীয় হাই কমিশন

ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সরস্বতী পূজা উৎসব-২০১৮ তে হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলার বক্তব্য

[ঢাকা, ২২ জানুয়ারি ২০১৮]

নমস্কার! শুভ সন্ধ্যা!

গত বছর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক জগন্নাথ হলে সরস্বতী পূজা দেখতে এসেছিলাম।

এ উৎসবে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি জগন্নাথ হলের প্রোভোস্টকে ধন্যবাদ জানাই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের বর্ণাঢ্য মণ্ডপ দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি।

যারা জ্ঞানার্জনের সঙ্গে যুক্ত, তাদের কাছে এ উৎসবের তাৎপর্য অনেক। সবাই এ উৎসব পালন করায় এটি সত্যিকারের ধর্মনিরপেক্ষ চরিত্র অর্জন করেছে।

আজ আমরা বিদ্যা, শিল্প ও সংগীতের দেবী মা সরস্বতীকে শ্রদ্ধা নিবেদন করছি এবং আমাদের আলোকিত করতে ও সমাজ থেকে অজ্ঞানতার অন্ধকার দূর করতে তাঁর আশীর্বাদ প্রার্থনা করছি।

ভারত ও বাংলাদেশের জনগণ একসঙ্গে এ উৎসবটি পালন করে। এ উপলক্ষে আমি আমার বাংলাদেশের বন্ধুদের সঙ্গে আনন্দ ও সুখ ভাগ করে নিতে চাই।

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত ও বাংলাদেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে।

আমাদের এক অভিন্ন ইতিহাস রয়েছে। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় ভারতীয় সেনা ও মুক্তিযোদ্ধারা একযোগে যুদ্ধ করেছে এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য রক্ত বিসর্জন দিয়েছে। এটা ভারতীয়দের জন্য গর্বের বিষয়।

আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিশেষ হলটির মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা ছিল। শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগ এই চত্বর দিয়ে হেটে যাবার সময় তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

আজ বাংলাদেশ চরমপন্থী ভাবাদর্শ প্রত্যাখ্যান করেছে এবং একটি গতিশীল সমাজ হিসেবে সাফল্য অর্জন করেছে।

আমরা সুখ ও সম্প্রীতির সঙ্গে সৎ প্রতিবেশী হিসেবে বাঁচব এবং একে অপরের সুখ-দুঃখে পাশে থাকব।

আপনাদের ‘আমার সোনার বাংলা’-র স্বপ্ন আমাদেরও স্বপ্ন। বাংলাদেশের প্রবৃদ্ধি ও উন্নয়নের অংশীদার হতে ভারত কাজ করে যাচ্ছে।

এই পবিত্র দিনে আমি মা সরস্বতীর কাছে জ্ঞান-বুদ্ধি অর্জন এবং সংগীত-শিল্প ও বিজ্ঞান-প্রযুক্তিতে উৎকর্ষতা অর্জনে তাঁর আশীর্বাদ চাই যাতে আমরা আমাদের উভয় দেশের মানুষের সুখ, সমৃদ্ধি ও অগ্রগতি অর্জনে সাফল্য লাভ করতে পারি।

****