Offer of scholarships under the Ayush Scholarship Scheme to study in India (2019-20) চলমান ঘটনাবলী

আয়ুষ বৃত্তি প্রকল্পের আওতায় ভারতে অধ্যয়নের জন্য শিক্ষাবৃত্তি (২০১৯-২০)

ভারতীয় হাই কমিশন

ঢাকা

সংবাদ বিজ্ঞপ্তি

আয়ুষ বৃত্তি প্রকল্পের আওতায় ভারতে অধ্যয়নের জন্য শিক্ষাবৃত্তি (২০১৯-২০)

ভারতীয় হাই কমিশন, ঢাকা জানাচ্ছে যে, ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ (আইসিসিআর)আয়ুষ বৃত্তি প্রকল্পের আওতায় ভারতে অধ্যয়নের জন্য ২০১৯-২০ শিক্ষাবর্ষের বৃত্তি ঘোষণা করেছে। ভারতীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে যোগ, আয়ুর্বেদ, ইউনানী, সিদ্ধ এবং হোমিওপ্যাথি বিষয়ে অধ্যয়নের জন্য আয়ুষ বৃত্তি প্রদান করা হয়।

. বৃত্তি পেতে ইচ্ছুক প্রার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে এবং বিদ্যালয় সমাপনী পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান বিষয় অন্তর্ভুক্ত থাকতে হবে। আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আইসিসিআর একটি বিশেষ পোর্টাল (https://a2ascholarships.iccr.gov.in) তৈরি করেছে, যেখানে শিক্ষার্থীদের নিজেদের ব্যক্তিগত লগইন আইডি ও পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। আবেদনকারীদের নির্দেশনাগুলো সতর্কতার সাথে পড়ে অনলাইনে আবেদন করতে অনুরোধ করা হচ্ছে। অনলাইনে আবেদনের সময় আবেদনকারীকে নিম্নোক্ত বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে:

ক) আবেদনকারীর বয়স অবশ্যই জুলাই ২০১৯ এর মধ্যে ১৮ হতে হবে।

খ) সব শিক্ষার্থীকে হোস্টেলে থাকতে হবে। এমনকি পারিবারিক ও স্বাস্থ্যসংক্রান্ত কারণেও বাইরে থাকার অনুমতি দেয়া হবে না।

গ) শিক্ষার্থীদের শুধু একবার আবেদন করতে পরামর্শ দেয়া হচ্ছে। কোন শিক্ষার্থী একাধিকবার আবেদন করলে তার আবেদন সরাসরি বাতিল বলে গণ্য করা হবে।

ঘ) আবেদনকারীদের তাদের একটি রঙিন ছবি (মুখের সম্মুখভাগের, চশমাছাড়া) আপলোড করতে হবে।

কোর্সসমূহ এবং যোগ্যতা

স্নাতক কোর্সসমূহ

ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন এন্ড সার্জারি (বিএএমএস): সাড়ে পাঁচ বছরের স্নাতক কোর্স এবং এক বছরের বাধ্যতামূলক প্রশিক্ষণ।

যোগ্যতা: বিজ্ঞান বিষয়ে ১২ বছরের শিক্ষাজীবন (পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান বিষয় অন্তর্ভুক্ত থাকতে হবে)।

ব্যাচেলর অফ সিদ্ধ মেডিসিন এন্ড সার্জারি (বিএসএমএস): সাড়ে পাঁচ বছরের স্নাতক কোর্স এবং এক বছরের বাধ্যতামূলক প্রশিক্ষণ।

যোগ্যতা: বিজ্ঞান বিষয়ে ১২ বছরের শিক্ষাজীবন (পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান বিষয় অন্তর্ভুক্ত থাকতে হবে)।

ব্যাচেলর অফ ইউনানী মেডিসিন এন্ড সার্জারি (বিইউএমএস): সাড়ে পাঁচ বছরের স্নাতক কোর্স এবং এক বছরের বাধ্যতামূলক প্রশিক্ষণ।

যোগ্যতা: বিজ্ঞান বিষয়ে ১২ বছরের শিক্ষাজীবন (পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান বিষয় অন্তর্ভুক্ত থাকতে হবে)।

ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিনস্ এন্ড সার্জারি (বিএইচএমএস): সাড়ে পাঁচ বছরের স্নাতক কোর্স এবং এক বছরের বাধ্যতামূলক প্রশিক্ষণ।

যোগ্যতা: বিজ্ঞান বিষয়ে ১২ বছরের শিক্ষাজীবন (পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান বিষয় অন্তর্ভুক্ত থাকতে হবে)।

যোগ বিষয়ে বিএসসি: তিন বছরমেয়াদী কোর্স

যোগ্যতা: বিজ্ঞান বিষয়ে ১২ বছরের শিক্ষাজীবন।

যোগশাস্ত্রে বিএ: তিন বছরমেয়াদী কোর্স

যোগ্যতা: বিজ্ঞান বিষয়ে ১২ বছরের শিক্ষাজীবন।

স্নাতকোত্তর কোর্সসমূহ

এমডি আয়ুর্বেদ: তিন বছরমেয়াদী কোর্স

যোগ্যতা: সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়ান মেডিসিন (সিসিআইএম) দ্বারা স্বীকৃত বিএএমএস ডিগ্রী

এমডি সিদ্ধ: তিন বছরমেয়াদী কোর্স

যোগ্যতা: সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়ান মেডিসিন (সিসিআইএম) দ্বারা স্বীকৃত বিএসএমএস ডিগ্রী

এমডি ইউনানী: তিন বছরমেয়াদী কোর্স

যোগ্যতা: সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়ান মেডিসিন (সিসিআইএম) দ্বারা স্বীকৃত বিইউএমএস ডিগ্রী

এমডি হোমিওপ্যাথি: তিন বছরমেয়াদী কোর্স

যোগ্যতা: সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি (সিসিএইচ) দ্বারা স্বীকৃত বিএইচএমএস ডিগ্রী

পিএইচডি কোর্সসমূহ:

আয়ুর্বেদ বিষয়ে পিএইচডি: তিন বছরমেয়াদী কোর্স

যোগ্যতা: সিসিআইএম দ্বারা স্বীকৃত এমডি (আয়ুর্বেদ) ডিগ্রী

অনলাইনে (http://a2ascholarships.iccr.gov.in/) আবেদন জমা দেয়ার শেষ সময় ১৫ জুলাই ২০১৯, সোমবার, বিকেল ৫.০০টা পর্যন্ত।

বিস্তারিত তথ্যের জন্য অনুগ্রহপূর্বক শিক্ষা শাখা, ভারতীয় হাই কমিশন, প্লট নং: ১-৩, পার্ক রোড, বারিধারা, ঢাকা; ফোন- ৫৫০৬৭৩০১-৫৫০৬৭৩০৮ এক্সটেনশন- ১০৯৬/১১১২; ই-মেইল: edu1.dhaka@mea.gov.in এই ঠিকানায় যোগাযোগ করুন।

ঢাকা

০৯ জুলাই ২০১৯

****