Remarks by High Commissioner of India, Mr. Harsh Vardhan Shringla at the Launching Ceremony of IndiGo Flight on the Dhaka-Kolkata-Dhaka Route চলমান ঘটনাবলী

ঢাকা-কলকাতা-ঢাকা রুটে ইন্ডিগোর ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলার বক্তব্য

ভারতীয় হাই কমিশন

ঢাকা 

ঢাকা-কলকাতা-ঢাকা রুটে ইন্ডিগোর ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলার বক্তব্য

[২৪ জুলাই ২০১৮, ঢাকা] 

মাননীয় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী জনাব এ. কে. এম. শাহজাহান কামাল

জনাব মোহাম্মদ মহিবুল হক, সচিব, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়

এয়ার ভাইস মার্শাল এম নাঈম হাসান, সভাপতি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ

মি. উইলিয়াম বোল্টার, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা, ইন্ডিগো

বিশিষ্ট অতিথিবর্গ

গণমাধ্যমকর্মীগণ

ভদ্রমহিলা ও মহোদয়গণ

আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া ঢাকা-কলকাতা-ঢাকা রুটে ইন্ডিগোর ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রথমেই আমি ইন্ডিগোকে অভিনন্দন জানাতে চাই। 

২.   বিভিন্ন ধরনের পরিবহণ সংযোগ সৃষ্টি ও সেজন্য অবকাঠামো উন্নয়নের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যকার সংযোগ উন্নয়নের ক্ষেত্রে আমরা অসাধারণ উন্নতি সাধন করেছি। ইন্ডিগোর ফ্লাইট উদ্বোধন সংযোগ উন্নয়নের লক্ষ্য অর্জনে একটি মাইলফলক। 

৩.   আপনারা হয়তো জানেন যে, বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী সপ্তাহে প্রায় ১০০টি ফ্লাইট ভারতের নয়াদিল্লী, কোলকাতা, মুম্বাই এবং চেন্নাইসহ বিভিন্ন শহরকে ঢাকা ও চট্টগ্রামের সাথে যুক্ত করছে। এটি একটি ভাল দিক যে, দুই দেশের এয়ারলাইন্সসমূহ ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন ফ্লাইট চালু করছে। ভারত ও বাংলাদেশের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী নতুন ফ্লাইটসমূহ দু’দেশের মধ্যকার বাণিজ্য, পর্যটন, সাংস্কৃতিক বিনিময় ও মানুষে-মানুষে যোগাযোগ বৃদ্ধি করছে। নতুন এয়ারলাইন্সের সংযুক্তি প্রতিযোগিতা বৃদ্ধি করছে যা গ্রাহকদের জন্যও অনেক সুবিধা বাড়াচ্ছে। ঢাকা-কলকাতা-ঢাকা সেক্টরে চলাচলকারী চারটি করে এয়ারলাইন্স রয়েছে ভারত ও বাংলাদেশের । 

৪.   ভারত ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন রুটে বিমান পরিচালনায় আমাদের এয়ারলাইন্সসমূহের বর্ধিত আগ্রহ দু’দেশের মধ্যকার ব্যবসা, বাণিজ্য ও মানুষে-মানুষে যোগাযোগে যে উন্নতি হয়েছে তারই ধারাবাহিকতায়। আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং ২০১৬-১৭ সালে তা ৯ বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। গত দুই বছরে, বাংলাদেশ থেকে পর্যটক ও ব্যবসায়ীদের ভারতে ভ্রমণ সুবিধা দিতে এবং ভিসা ব্যবস্থা সহজ করার জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে। ফলস্বরূপ, বাংলাদেশ এখন ভারতের পর্যটক আগমণের সবচেয়ে বড় উৎস এবং ভারতের মোট পর্যটকের ১৬% আসে বাংলাদেশ থেকে। ২০১৮ সালের জুলাই মাসে, ভারতের গৃহমন্ত্রীর সফরের সময় আমরা বিশ্বের সর্ববৃহৎ ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন করেছি। এটি ভবিষ্যতে ভারত ভ্রমণেচ্ছু বাংলাদেশী নাগরিকদের জন্য সুবিধাজনক হবে। 

৫.    আমি আরও বলতে চাই যে, দু’দেশের মধ্যকার বর্ধিত বিমান চলাচলে প্রয়োজন আরও উন্নত অবকাঠামো। এই লক্ষ্য অর্জনে দুই দেশই অংশীদার হতে পারে। ভারত ইতোমধ্যেই তৃতীয় ঋণরেখার আওতায়, সৈয়দপুর বিমানবন্দরের অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশের সাথে কাজ করছে। ভারতের বেসরকারী খাত বাংলাদেশের বিমানবন্দরগুলোর আধুনিকায়নে অংশীদার হতে পারে এবং যাত্রীসেবা উন্নয়ন ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের রাজস্ব আয়ে ভূমিকা পালন করতে পারে। 

৬.   আমি আরও উল্লেখ করতে চাই যে, উভয় দেশেরই বেসামরিক বিমান চলাচল খাতে দ্বিপক্ষীয় সম্পর্কের দ্রুত উন্নয়ন ও পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হবে। এই পরিপ্রেক্ষিতে, দুই দেশের মধ্যে বেসামরিক বিমান চলাচল সম্বন্ধীয় বিভিন্ন বিষয়ে যেমন- ধারণক্ষমতা (বর্তমানে প্রতি সপ্তাহে ৬১টি, প্রতি দেশের জন্য), বিমান চলাচলের দ্বিপক্ষীয় চুক্তিগুলোর হালনাগাদকরণ এবং মুক্ত আকাশনীতি বাস্তবায়ন সম্ভাবনা আলোচনা প্রয়োজন। 

৭.   আমি বাংলাদেশের মাননীয় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী জনাব এ. কে. এম. শাহজাহান কামালকে ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততার মাঝেও আজকের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আমি নিশ্চিত যে, তাঁর নেতেৃত্বে আমরা উল্লিখিত বিষয়গুলোর ব্যাপারে অগ্রগতি অর্জন করব। আমি বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন সচিব এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষেরসভাপতিকেও আজকের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। 

৮.   আমি আরেকবার ভারতের সর্ববৃহৎ বিমান সংস্থা ইন্ডিগোকে ভারত-বাংলাদেশ খাতে সেবা চালূর জন্য অভিনন্দন জানাতে চাই। আমি নিশ্চিত যে, তাদের উত্থান যাত্রীদের আরো সুযোগসুবিধা দেবে। আমি তাদেরকে ভারতের যে শহরগুলো বাংলাদেশের সাথে যুক্ত নয় সেখানেও এই পরিষেবা চালু করার জন্য উদ্বুদ্ধ করছি। এই আনন্দঘন মুহূর্তে ইন্ডিগোর ব্যবস্থাপনা পর্ষদকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। 

ধন্যবাদ সবাইকে।

****