Speech by High Commissioner at ISE-SFEC 2018 at Dhaka University চলমান ঘটনাবলী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইএসই-এসএফইসি ২০১৮-তে হাই কমিশনারের বক্তব্য

ভারতীয় হাই কমিশন

ঢাকা


১৩ জানুয়ারি ২০১৮ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইএসই-এসএফইসি ২০১৮-তে হাই কমিশনারের বক্তব্য

মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডমোআখতারুজ্জামান

প্রাক্তন রাজ্যপালছত্তিসগড়শ্রী শেখর দত্ত

ইন্টারন্যাশনাল সোসাইটি অফ এথনোফার্মাকোলজি এর সভাপতি অধ্যাপক গিলেরমো শেমেডা হির্শমান

সোসাইটি ফর এথনোফার্মাকোলজিইন্ডিয়ার সচিব অধ্যাপক পুলক কেমুখার্জী

ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি ডএ কে আজাদ চৌধুরী

আইএসই-এসএফইসি ২০১৮ এর আয়োজক সচিব অধ্যাপক ডসিতেশ বাছার

ভদ্রমহিলা ও মহোদয়গণ,

ইন্টারন্যাশনাল সোসাইটি অফ এথনোফার্মাকোলজি-র ১৮তম সম্মেলন এবং সোসাইটি ফর এথনোফার্মাকোলজিইন্ডিয়ার ৫ম সম্মেলনে (আইএসই-এসএফই ২০১৮আসতে পেরে আমি আনন্দিত। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘এথনোফার্মাকোলজি এবং ড্রাগ ডেভেলপমেন্টইনোভেশন মিটস্ ট্র্যাডিশন’।অনুষ্ঠানে উপস্থিত একশরও বেশি ভারতীয় বিজ্ঞানীশিক্ষাবিদউৎপাদনকারী ও শিক্ষার্থীদের দেখে আমি খুশি হয়েছি। ভারতীয় হাই কমিশনঢাকার পক্ষ থেকে তাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ ও সোসাইটি ফর এথনোফার্মাকোলজিইন্ডিয়াকে যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

ভারত এবং বাংলাদেশ বহু আগে থেকেই রোগ নিরাময়ের ক্ষেত্রে আয়ুর্বেদইউনানীর মত প্রাচীন চিকিৎসা পদ্ধতিগুলোর চর্চা করে আসছে। আপনারা জেনে থাকবেন যে ২০১৪ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রাচীন চিকিৎসা পদ্ধতি এবং হোমিওপ্যাথি চিকিঃসা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে যৌথ গবেষণাবিশেষজ্ঞ বিনিময়সহওষুধ তৈরির পারস্পরিক স্বীকৃতির সম্ভাবনা বিস্তৃত হবে।

****