High Commissioner’s speech at Ayachak Ashram, Chandpur চলমান ঘটনাবলী

চাঁদপুর অযাচক আশ্রমে হাই কমিশনারের বক্তব্য

logo

ভারতীয় হাই কমিশন

ঢাকা

 

চাঁদপুর অযাচক আশ্রমে হাই কমিশনারের বক্তব্য

[চাঁদপুর; ০৫ অক্টোবর ২০১৮]

 

ডা. দীপু মণি, মাননীয় সংসদ সদস্য

শ্রী নারায়ণ দেবনাথ, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য

শ্রী সুজিত রায় নন্দী, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য

জনাব মো. মাজেদুর রহমান খান, জেলা প্রশাসক, চাঁদপুর

জনাব জাহেদুল কবির, পুলিশ সুপার, চাঁদপুর

জনাব নাসির উদ্দীন আহমেদ, মেয়র, চাঁদপুর পৌরসভা

জনাব আবু নঈম দুলাল পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা

এডভোকেট শ্রী বিনয় ভূষণ মজুমদার, সভাপতি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

শ্রী সুভাষ চন্দ্র রায়, সভাপতি, চাঁদপুর পূজা কমিটি

শ্রী সুখরঞ্জন ব্রহ্মচারী, সভাপতি, চাঁদপুর অযাচক আশ্রম

আমি চাঁদপুর অযাচক আশ্রম পরিদর্শন করতে এসে খুব আনন্দিত। এটি একটি মহান মানবহিতৈষী ও ধর্মীয় প্রতিষ্ঠান যা দুস্থ, দরিদ্র ও অসুস্থ মানুষকে সাহায্য করার জন্য অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রতিষ্ঠা করেছিলেন।

তিনি একদা বলেছিলেন যে, ‘আমার এটা জানার কোন ইচ্ছেই নেই যে, তোমাদের মধ্যে কতজন হিন্দু, মুসলিম, বৌদ্ধ অথবা খ্রিস্টান। আমি কেবলই জানতে চাই, তোমরা কতটা মানবিকগুণাবলীবিশিষ্ট।  

চাঁদপুরের এই অযাচক আশ্রম খুব গুরুত্বপূর্ণ, কারণ এই পবিত্রভূমিতে ১৮৮৬ সালের ২৮ ডিসেম্বর স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব জন্মগ্রহণ করেছিলেন।

আশ্রমের ধর্মীয় তাৎপর্য আমাকে অবহিত করার জন্য আমি শ্রী নারায়ণ দেবনাথ এবং চাঁদপুর অযাচক আশ্রমের সভাপতিকে ধন্যবাদ জানাই।

সবাইকে ধন্যবাদ।

 

****