High Commissioner’s visit to Rajshahi
চলমান ঘটনাবলী

হাই কমিশনারের রাজশাহী সফর

ভারতীয় হাই কমিশন

ঢাকা

সংবাদ বিজ্ঞপ্তি

হাই কমিশনারের রাজশাহী সফর

[-২ এপ্রিল, ২০১৮]

হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা ১-২ এপ্রিল, ২০১৮ রাজশাহী সফর করেন। সফরকালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের থিয়েটার বিভাগ আয়োজিত “বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসব’’ উদ্বোধন করেন। ভারতের ‘শ্রুতি পারফর্মিং ট্রুপ’, ‘অশোকনগর নাট্যমুখ’, ‘লোককৃষ্টি’-সহ মোট ১৩টি থিয়েটার দল উৎসবে অংশগ্রহণ করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং বিশেষভাবে সংগীত বিভাগ, থিয়েটার, সংস্কৃত এবং গণযোগাযোগ বিভাগকে সহায়তা করার সুযোগ লাভ করেছে।

হাই কমিশনার ভারত সরকারের অর্থায়নে রাজশাহীতে বিভিন্ন নগর উন্নয়ন প্রকল্পও পরিদর্শন করেন। এসময় তাঁর সাথে ছিলেন রাজশাহী সদরের সাংসদ জনাব ফজলে হোসেন বাদশা, রাজশাহী সিটি করপোরেশন মেয়র জনাব মোসাদ্দেক হোসেন বুলবুলসহ প্রকল্পসমূহের অন্যান্য অংশীদারগণউল্লেখ্য, ২০১৭ সালে রাজশাহী শহরের টেকসই উন্নয়নে ২১ দশমিক ৯৫ কোটি টাকা প্রদান করতে ভারত সরকারের সাথে বাংলাদেশ সরকা্রের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও রাজশাহী সিটি করপোরেশনের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রাজশাহী সাংস্কৃতিক সংঘের পুনর্নির্মাণ; পদ্মা গ্রন্থাগার ভবন নির্মাণ; জলাশয় সংরক্ষণ; শহরের বিভিন্ন সড়কের পাশে ১৮ কি.মি. ফুটপাত নির্মাণ এবং শহরে পুরনো মন্দিরসমূহ সংরক্ষণ। রাজশাহীর জনগণের জীবনে গুণগত পরিবর্তনের লক্ষ্যে এই প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছে

হাই কমিশনার ১০৫ বছরের প্রাচীন ঐতিহাসিক বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেন জাদুঘরটি পুরাতন বই এবং পাণ্ডুলিপির মূল্যবান সংগ্রহশালাভারত সরকার বরেন্দ্র গবেষণা জাদুঘরের নতুন তৃতীয় তলা নির্মাণের জন্য অর্থায়ন করেছে। হাই কমিশনার জাদুঘরের পরিচালক অধ্যাপক ড. সুলতান আহমদের সাম্প্রতিক প্রয়াণে শোক প্রকাশ করেন এবং উল্লেখ করেন যে, বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ও ঐতিহাসিক উত্তরাধিকার সংরক্ষণে তাঁর অবদান অপরিসীম।

রাজশাহীতে হাই কমিশনারের দ্বিতীয় সফর এটি১৯৭৪ সাল থেকে রাজশাহীতে একটি ভারতীয় সহকারী হাই কমিশন রয়েছেরাজশাহীতে বর্তমান ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী অভিজি চট্টোপাধ্যায়

ঢাকা

২ এপ্রিল, ২০১৮

****