National Eligibility Cum Entrance Test (UG)-2019 চলমান ঘটনাবলী

জাতীয় যোগ্যতা যাচাই তথা প্রবেশিকা পরীক্ষা (স্নাতক)-২০১৯

ভারতীয় হাই কমিশন

ঢাকা

সংবাদ বিজ্ঞপ্তি

জাতীয় যোগ্যতা যাচাই তথা প্রবেশিকা পরীক্ষা (স্নাতক)-২০১৯

 ভারতীয় হাই কমিশন, ঢাকা আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে, ভারতীয় মেডিকেল/ডেন্টাল কাউন্সিল দ্বারা অনুমোদিত মেডিকেল/ডেন্টাল কলেজসমূহে এমবিবিএস/বিডিএস কোর্সে ভর্তি হওয়ার জন্য জাতীয় যোগ্যতা যাচাই তথাপ্রবেশিকা পরীক্ষা (স্নাতক)-২০১৯ {এনইইটি(ইউজি)-২০১৯} আগামী ০৫ মে ২০১৯ তারিখে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য সম্বলিত বুলেটিন www.ntaneet.nic.in এই ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন জমাদানের সময়সীমা ৩০ নভেম্বর ২০১৮ পর্যন্ত।

২.   বিস্তারিত জানতে অনুগ্রহপূর্বক ০০৯১-৮০৭৬৫৩৫৪৮২ ও ০০৯১-৭৭০৩৮৫৯৯০৯ অথবা neetug_nta@nic.in এই ঠিকানায় যোগাযোগ করুন।

ঢাকা

১৮ নভেম্বর ২০১৮

****